বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি :
কিশোরগঞ্জে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের খড়গে বিপন্ন হয়ে পড়া বিভিন্ন শ্রেণীর অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ শুভেচ্ছা উপহার জনপ্রতি জি আর ক্যাশ নগদ ৫শত টাকা হারে বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, রণচন্ডী ইউনিয়নের সার্বিক সহযোগিতায় পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম,চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান, তদারকি অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, পাট অফিসার শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তা আবু সায়েম, রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যাপক মুকুল হোসেন।এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ। এ কার্যক্রমের আওতায় মাগুড়া,চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব ও হাফিজার রহমান হাপির নেতৃত্বে এ সহায়তা প্রদান করা হয়। এ শুভেচ্ছা উপহার পেয়ে অসহায়রা বেজায় খুশি। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার জানান, ৯টি ইউনিয়নের ৪হাজার ৫শটি অসহায় পরিবারের মাঝে ৫শ টাকা করে সরকারি অর্থ সহায়তার কার্যক্রম অব্যাহত রয়েছে।