শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ জহুরুল ইসলাম’কুষ্টিয়া :
কুষ্টিয়ায় দেড় মাস বয়সী শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। শিশুটির নাম পিন্স। কুষ্টিয়া বড় স্টেশন এলাকার আকাশে আলির ছেলে। গতকাল ঠান্ড জ্বর নিয়ে পিতা আকাশ আলি শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গতকাল ৪টায় ঠান্ডা, জ্বর নিয়ে শিশুটিকে ভর্তি করে। পরে নমুনা সংগ্রহ করে টেস্ট করালে আজ সকাল ১১ টায় পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে শিশুটিকে শিশু ওয়ার্ড থেকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
শিশুটির পিতা আকাশ আলী জানাই, কয়েকদিন যাবত ঠান্ডা জ্বরে ভুগছিল। গতকাল তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করি। নমুনা সংগ্রহের পর তার দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
এবিষয়ে করোনা ওয়ার্ডে দায়িত্বে থাকা ডাঃ ইফেতখার হাসান সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়ায় এই প্রথম দেড় মাসের শিশুর দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রাখা হয়েছে।