বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরে অসাস্থ্যকর পরিবেশ ও মানব দেহে ক্ষতিকর বিশাক্ত ক্যামিকেল ব্যাবহার করে খাদ্য দ্রব্য উৎপাদন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া //২৫/জুন/২০২১ইং// কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জয়পুর এলাকায় মাস্টার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামের একটি খাদ্য প্রশ্তুতকারী প্রতিষ্ঠানকে নোংরা, অসাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উর্তীন্ন পন্যকে পূনরয় রিসাইকেল ও মানব দেহে ক্ষতি করে এমন বিশাক্ত ক্যামিকেল ব্যাবহার করে খাদ্যে দ্রব উৎপাদন করায় দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনের যৌথ অভিযানে, আাজ বেলা ১২ টার সময় ভোক্তা সংরক্ষন অধিকার আইন ৯৩ এর (খ) ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এ সময় শারমিন আক্তার জানান, প্রতিষ্ঠানটি যতদিন পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় ও বি.এস.টি. আই, এর তালিকাভুক্ত হতে পারবে না ততোদিন পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল প্রকার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষনা দেন।