বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

কুষ্টিয়া র‌্যাব-১২’র অভিযানে জেলার কুখ্যাত সন্ত্রাসী জেড এম সম্রাট অস্ত্র ও মাদক সহ গ্রেফতার

Reading Time: 2 minutes

মোঃ মিনারুল ইসলাম,কুষ্টিয়া :
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন সময়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
কুষ্টিয়া শহরের কমলাপুর নিবাসী জেড এম সম্রাট দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার এই সকল কর্মকান্ড পরিচালনার জন্য সে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করতো। নিজ জেলা ঝিনাইদহ হলেও বাবার কর্মসূত্রে সে ছোটবেলা থেকেই কুষ্টিয়া শহরে বসবাস করতে শুরু করে। বর্তমানে সে কোন দলের কমিটিতে না থাকলেও কুষ্টিয়ার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরণের অপরাধমূূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। এছাড়াও সম্রাট নিজেকে র‌্যাবের সোর্স বলে নিজেকে জাহির করতো এবং এই পরিচয়ে সে লোকজনের নিকট হতে চাঁদা আদায় করতো বলে অভিযোগ আছে। কুষ্টিয়া শহরের মজমপুরে অফিস খুলে সেখানে বিভিন্ন ধরণের অপকর্ম করতো এবং তার বিরোধী পক্ষের লোকজনকে ধরে নিয়ে এসে নির্যাতন চালাতো। সম্রাটের এসকল অপকর্মের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দ্বীন ইসলাম রাসেল জড়িত। ভুক্তভোগী লোকজন প্রায়ই তাদের বিরুদ্ধে র‌্যাব ও পুলিশের নিকট বিভিন্ন অভিযোগ নিয়ে আসতো।
৩। এই সকল অভিযোগের ভিত্তিতে সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এর অভিযানে গত ০৪ জুলাই ২০২২ তারিখ রাতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় তার নিজ কার্যালয় হতে জেড এম সম্রাট (৩৩), পিতাঃ আমিরুল ইসলাম, সাং-মির্জাপুর, থানাঃ শৈলকুপা, জেলাঃ ঝিনাইদহকে তার দুই সহযোগী (১) দ্বীন ইসলাম রাসেল (৩৩), পিতাঃ মৃত গোলাম রসুল, সাং- পশ্চিম মজমপুর, থানাঃ সদর, জেলাঃ কুষ্টিয়া ও (২) মোঃ ওসমান হাসান (৩১), পিতা-মোঃ আবুল কালাম, সাং-জুগিয়া, থানাঃ কুষ্টিয়া সদর, জেলাঃ কুষ্টিয়া সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় সম্রাটের কার্যালয় হতে ০১টি ওয়ান শুটার গান, ০৮ রাউন্ড গুলি, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা ইত্যাদি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ০৪টি ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত জেড এম সম্রাটের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় অস্ত্র আইনে ০৩টি ও ০১টি মারামারির মামলা রয়েছে। দ্বীন ইসলাম রাসেল এর বিরুদ্ধে ০৩টি মারামারির মামলা, ০২টি চাঁদাবাজির মামলা, ০১টি অস্ত্র মামলা ও ০১টি মাদক মামলা রয়েছে। মোঃ ওসমান হাসান এর বিরুদ্ধে ০১টি মারামারির মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ধরণের অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com