শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ জহুরুল ইসলাম. কুষ্টিয়া :
কুষ্টিয়া শহরে চৌরহাস ফুলতলা মোড় এলাকায় দীর্ঘ ১ যুগ ধরে মাদক ব্যবসায় খ্যাতি অর্জন করে ফেন্সি কুইন কামীনি। কামীনি এখন এলাকায় মধ্যে মুদির দোকান দিয়ে প্রকাশ্য ফেন্সি ও গাঁজা বিক্রি করে যাচ্ছে। এ ফেন্সি কুইন কামীনির নামে রয়েছে এক ডজনের বেশি মাদক ও অস্ত্র মামলা। ২ দিন পর পর পুলিশের হাতে গ্রেফতার হয়ে, কোন অদৃশ্য শক্তির সহযোগিতায় জেল থেকে বেড়িয়ে এসে পুনরায় ফেন্সিডিল ব্যবসা শুরু করে। কোন কিছুতেই এ মাদক বিক্রেতার লাগাম টেনে ধরা সম্ভব হয়ে উঠছে না। ফেন্সিডিল ব্যবসার সাথে নতুন করে যোগ হয়েছে গাঁজার ব্যবসা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ভাড়ি হতে থাকে যত, কামীনির কাস্টমার বাড়তে থাকে তত,মাঝরাত পর্যন্ত মটর সাইকেলের উচ্চ শব্দে ঘুমাতে পারেনা এলাকাবাসী, এমন কি উঠতি বয়সের মাদক সেবন কারি যুবক ছেলেদের জন্য এলাকার মেয়েরা ঠিকভাবে স্কুল, কলেজে যাবার জন্য রাস্তা দিয়ে চলাচল পর্যন্ত করতে পারে না তাই এ ভয়ংকর মাদক বিক্রিতার হাত থেকে স্থায়ী সমাধান চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।