রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
খুলনা থেকে মোঃ শহিদুল ইসলাম:
পারিবারিক কলহের জের ধরে খুলনার ডুমুরিয়ার স্বপ্না (২৩) নামে এক গৃহবধু গলায় শাড়ী পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে থানার বয়ারসিং গ্রামে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের বাক প্রতিবন্ধী সত্যজিত এর স্ত্রী স্বপ্না রাণী স্বামীর সাথে ঝগড়া হয়।তারই জের ধরে আজ সকালে নিজ ঘরের আড়ার সাথে শাড়ী পেচিয়ে স্বপ্না আত্মহত্যা করেন।
জানতে পেরে স্হানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্হলে যেয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।