বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে ১কেজি ৪০০গ্রাম হেরোইন-সহ মোঃ মেহেদী হাসান (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৬টায় রাজশাহী গোদাগাড়ী থানাধীন বালিয়াঘাট্টা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারি মোঃ মেহেদী হাসান, সে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাবেক লাভাঙ্গা গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। বুধবার সকালে র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র্যাব জানায়, মঙ্গলবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী থানাধীন বালিয়াঘাট্টা বাজার এলাকা দিয়ে হেরোইনের বড় একটি চালন জনৈক মাদক কারবারি অটোযোগে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্নিত স্থান থেকে হেরোইন-সহ মাদক কারবারি মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারি’র বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।