মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

News Headline :
সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত বাজারের আগুন: ত্রিশালের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া বিপাকে সাধারণ মানুষ কুষ্টিয়া জেলা পুলিশের সতর্ক বার্তা পাবনা র‌্যাবের অভিযানে ৪টি হত্যাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার নওগাঁ সোসাইটির নীতিমালা ভঙ্গ করে প্রতিপক্ষের ঘর দখলের অভিযোগ অপরাধী ও দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন: কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন পাবনায় সংবাদ প্রকাশের জেরে ওসির ইন্ধনে সাংবাদিকের খোজে সন্ত্রাসীরা মতিহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় হান্নান ফকির (৬০) ও রাজু শেখ ২৫) নামে ২ জন নিহত হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগ ও পাথালিয়া এলাকায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, আজ দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকার হান্নান ফকির নামে একজন রাস্তা পার হচ্ছিলো। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা মোটরসাইকেল চালক সুদীপ্তকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সকালে একই মহাসড়কে সদর উপজেলার পাথালিয়া এলাকায় ট্রাক চাপায় রাজু শেখ (২৫) নামে এক ভ্যান চালক নিহত হন। তিনি সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলা আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যান সহ চালক রাজুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত রাজু শেখ খুলনার তেরেখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের আকুব্বর শেখের ছেলে। সে গোপালগঞ্জ থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com