সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে কর্মহীন দুস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফ ও জিআর (নগদ) টাকা বিতরণের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি। শনিবার( ৮ মে) বেলা ১১ টার দিকে মন্ত্রী উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের এ উপহার বিতরণ উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বক্তৃতা করেন। অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার প্রমুখ। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু জানান, অনুষ্ঠানে ইউনিয়নের ২ হাজার ৮৬৮ জনকে ভিজিএফ এর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।