সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় এক ভূয়া সেনা কর্মকর্তা গ্রেফতার তদন্ত চলাকালে অভিযুক্তদের নিয়ে মতবিনিময় সভা করায় পাবনা জেলা প্রশাসকের সমালোচনায় সাংবাদিক ও সুশিল সমাজ হাবিব সভাপতি ও তুহিন সাধারণ সম্পাদক যে কারণে তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস বদলগাছীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পাইকগাছায় দম্পতির উপর সন্ত্রাসীদের হামলা খুলনা মেডিকেলে ভর্তি পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ থাকার চাবিকাঠি: প্রকৌশলী জাকির সরকার নওগাঁয় নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী কোথায় গেলেন! দুই বছরের অধিক সময় ধরে কোষাধ্যক্ষ শূন্য হাবিপ্রবি শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন

টিকা না পেতে ষড়যন্ত্র করছে বিএনপি: তথ্যমন্ত্রী

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ যাতে বিশ্বের অন্যান্য দেশ থেকে টিকা না পায় সে জন্য বিএনপির বৈদেশিক শাখাগুলো ‘তলে তলে’ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ওই সভায় হাছান মাহমুদ বলেন, ‘ টিকা সংগ্রহের শুরু থেকেই ষড়যন্ত্র করছে বিএনপি। এমনকি টিকা আসার পর তা যেন জনগণ না নেয়, সে জন্য টিকার বিরুদ্ধে তারা অপপ্রচারও চালিয়েছে। আবার ক’দিন পরে নিজেরাই গোপনে টিকা নিয়েছে। আবার কেউ কেউ প্রকাশ্যে টিকা নিয়ে স্বস্তি প্রকাশও করেছে।’

প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘এখন যখন বাংলাদেশ বিভিন্ন সূত্র থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে, সাতসমুদ্র পারে বিএনপির বৈদেশিক শাখাগুলো তলে তলে অপচেষ্টা চালাচ্ছে যাতে বাংলাদেশ টিকা না পায়’। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। সরকার বিভিন্ন সূত্র থেকে টিকা আনবে এবং শিগগিরই আবার ব্যাপকভাবে টিকাদান শুরু হবে।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে যখন দেশে এসেছিলেন, সেসময় তিনি যেন দেশে না আসতে পারেন সে জন্য জিয়াউর রহমান ও তাঁর সরকার নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এমনকি দেশে এলেও যাতে জনসমাগম না হয়, সে জন্যও প্রতিবন্ধকতা তৈরি করেছিল।

অনুষ্ঠানে স্বাধীনতা পরিষদের উপদেষ্টা আইনজীবী জাকির আহাম্মদ সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, জিন্নাত আলী খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার ও সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com