বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা:
টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, বিটিআরসির উপ-পরিচালক খালেদ ফয়সাল রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, এনডিসি মোহাম্মদ আবুল হাছনাত, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’- এর প্রকাশক ও বাংলাটিভির জেলাপ্রতিনিধি এস এম আলম,অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ভিশন টেকনোলজি লিমিটেডের ফেরদৌস আলী, পাবনা ক্যাবল ভিশনের চেয়ারম্যান আজাদ হোসেন চৌধুরী,পাবনা ক্যাবল ভিশনের ম্যানেজিংডিরেক্টর আরিফ হোসেন টিংকু সহ জেলা পর্যায়ের উর্ধত্বন সরকারী কর্মকর্তা, টেলিযোগাযোগ সেবা দানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ। সভায় বক্তারা জানান, দেশে মোবাইল ব্যবহার হচ্ছে প্রায় ১৯ কোটি। এরমধ্যে ইন্টারনেট সেবা গ্রহন করছে সাড়ে ১২ কোটি।