বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া জামালপুর:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ডিগ্রির চর গ্রামে একটা বিরল প্রজাতির চিতা বিড়াল আটক করা হয়েছে। আজ ১১ এপ্রিল দুপুরে স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এর একটি বন্যপ্রাণী উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চিতা বিড়াল (Leopard Cat) হিসেবে চিহ্নিত করে।তাকে উদ্ধাের করে বিভাগীয় দপ্তরে নিয়ে যাওয়া হয তার পর প্রাথমিক পরিচর্যা চলছে। এ বিষয়ে সংবাদকর্মী জানতে চাইলে ফরেস্টার মঞ্জুরুল আলম বলেন, যেহেতু এটি বাচ্চা একটু বড় হলে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। এই প্রাণীটি দ্বারা মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এ নিয়ে আতঙ্কিত না হয়ে বন্যপ্রাণীর প্রতি সদয় হন।
এ বিষয়ে এলাকাবাসী জানান, আমরা প্রাণীটি নাম জানিনা, কেউ বলেন চিতাবাঘ, কেউ বলেন বিড়াল, আবার কেউ বলেন অন্য কিছু. আমরা এ নিয়ে অনেক সমস্যায় ছিলাম। খবর পেয়ে বন্যপ্রাণী বিভাগ থেকে লোক এসে প্রাণীটি উদ্ধার করে নিয়ে যায়। তারা প্রাথমিক ধারণা করে বলে সেটি একটি চিতা বিড়াল।