বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
দৌলতপুর প্রেসক্লাবে ইউএনও’র তালা!
ডেক্স নিউজ:
সাংবাদিকরা আর কত নির্যাতন, মামলা–হামলা আর লাঞ্ছনার শিকার হলে বাংলাদেশ জেগে উঠবে? এমন প্রশ্নের উত্তর খুঁজছে গোটা সাংবাদিক সমাজ।
স্বাধীনতা দিবসের প্রাক্বালে আজকের খবর হলো মানিকগঞ্জের দৌলতপুরে ইউএনও’র চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে আজ সকাল ৭টায় প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিয়েছেন ইউএনও। এমন ঘটনা স্থানীয় সাংবাদিকরা বিএমএসএফকে নিশ্চিত করেছেন।
পুরো ঘটনাটি সাংবাদিকদের কাছে খুবই বেদনাদায়ক। এ ঘটনায় সংশ্লিষ্ট সংবাদটির বিচার বিভাগীয় তদন্ত চায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
২৬ মার্চ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমএসএফের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দৌলতপুরের ঘটনা নিরসনে দ্রুত সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুরাহার দাবি করেন। নয়তো সাংবাদিকরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবেন।
স্বাধীনতার সুবর্নজয়ন্তীর এই শুভক্ষনে গণমাধ্যম হোক সকল দূর্ণীতি উৎপাটনের হাতিয়ার।