বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনট-শেরপুর প্রধান সড়ক টির বেহাল অবস্থা। কাজের ধীরগতির কারনে এখন যান চলাচল বিপদজনক অবস্থায় দাড়িয়েছে। একটু অসাবধানতায় ঘটছে প্রাননাশের মত দুর্ঘটনা।
এমনিভাবে মঙ্গলবার ৩১মে শেরপুর উপজেলা থেকে ধুনট উপজেলা গামী একটি পাথর বাহি ট্রাক ধুনট উল্লাপাড়া রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবত ধুনট উপজেলা থেকে বগুড়া গামী প্রধান রাস্তাটি বেহাল অবস্থা। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোকজন, বাস, ট্রাক, সি এন জি, অটোরিকশা, রিকশা, ভ্যান ও উত্তর বঙ্গ থেকে বড় বড় কোচ ঢাকা যাতায়াত করে। এ রাস্তা টি খানা খন্দে ভরা বেহাল অবস্থা। এই রাস্তার মাঝে মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি হলে পানি জমাট বেঁধে যায়। যার কারণে প্রতিদিন জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছে। যদিও রাস্তা টির সংস্কার ইতিমধ্যে শুরু হয়েছে কিন্তু চলছে ধীরগতিতে। শুধু এ সড়কটিই নয়, ধুনট উপজেলার মধ্যে যে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে সবই চলছে ঢিমেতালে। যার ফলে বিড়ম্বনার শিকার হচ্ছে সাধারণ জনগন। এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহসীন আলম ও এলাকাবাসী জানান, রাস্তা টি খন্ড কালিন এবং দ্রুত সংস্কারের আশু প্রয়োজন।