বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে ছেলের বউ ও নিজের ছেলের দ্বারা মাকে নির্মমভাবে হত্যার জঘন্যতম ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃতের ছেলে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন। ঘটনা সূত্রে জানা গেছে,গতকাল ৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় স্থানীয় এলাকাবাসী বদলগাছী উপজেলার আধাইপুরের দেউলিয়া গ্রামের বাবলু দেওয়ানের স্ত্রী মোছাঃ ছবি বেগম (৫০) এ-র মৃতদেহ উক্ত গ্রামের মফেজ উদ্দীনের ছেলে মোঃ হাফেজ (৬০) এর ধান ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখে বদলগাছী থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ সংবাদ পেয়ে অতিঃপুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জনাব এটিএম মাইনুল ইসলাম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিকুল ইসলাম, বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রায়হান হোসেন, এসআই মোঃ আবু তাহের, এসআই কামরুল ইসলাম, এসআই মোঃ তুহিন আহম্মেদ, এএসআই মোঃ হাফিজুল ইসলাম, এএসআই মোঃ মাসুদসহ বদলগাছী থানা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সংক্রান্তে বদলাগছী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিকুল ইসলাম এর নেতৃত্বে বদলগাছী থানার একটি চৌকস টিম মামলার ঘটনা উদঘাটনের জন্য মাঠে নামে এবং ঘটনাস্থল হতে সাক্ষী ও স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে দুই ঘন্টার মধ্যেই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মৃতের ছেলে মোঃ সবুজ হোসেন এবং ছেলের স্ত্রী মোছাঃ রুকসানাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে আসামী ছেলে সবুজ হোসেন তার নিজের মাকে হত্যাকান্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে এবং আরো স্বীকার করে যে ভিকটিম তার মা ছবি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে প্রতিবেশী মোঃ হাফেজের ধান ক্ষেতের মধ্যে লাশ লুকিয়ে রাখে। বিজ্ঞ আদালতে দুজন আসামীর ফৌঃ কাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহনের প্রক্রিয়া চলমান। মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রায়হান হোসেন মামলার তদন্ত অব্যাহত রেখেছেন বলে জানা যায়।