সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নওগাঁর বালুভরা আর.বি স্কুল এন্ড কলেজের ৩৭ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করলেন রাসিক মেয়র

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে ‘শশীভূষণ চক্রবর্ত্তী মেধা শিক্ষাবৃত্তি-২০২১’ প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে পিএসপি‘তে ২১জন, জেএসসি‘তে ৬ জন, এসএসসি‘তে ৭ ও এইচএসসি‘তে ৩ জন মোট ৩৭ শিক্ষার্থীকে মেধা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এরআগে অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ১৯১৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়েছিলেন শশীভূষণ চক্রবর্ত্তী। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়ন হয়েছে, নতুন নতুন ভবন নির্মিত হয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
মেয়র আরো বলেন, শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে শশীভূষণ চক্রবর্ত্তীর নামে মেধা শিক্ষাবৃত্তি প্রদানের মহতি উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খাঁন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোত্তালেব হোসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com