রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ফজলুল করিম সবুজ,নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে গতকাল ২৫ মে মঙ্গলবার ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক এস এস সি পরিক্ষার্থী নিহত হয়েছে। এদিন বিকেল ৪ টার দিকে উপজেলার রায়পুর গ্রামের আইনুল ইসলাম তার কন্যা মোসাঃ আইরিন খাতুনকে(১৫) নিয়ে মোটর সাইকেল যোগে মহদেবপুরে যাচ্ছিল। এ সময় উপজেলার পোরশা সড়কের দেবীপুর মোড় সংলগ্ন স্থানে বিপরীতগামী একটি ট্রাক এ মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মোটর সাইকেল আরোহী আইরিন নিহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলচ্ছে।