বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনার সুজানগরে তেলের দোকানে আগুন আট দোকান ক্ষতিগ্রস্ত আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫ জন র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমান হিরোইনসহ ২জন গ্রেফতার নওগাঁয় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৪ বিএসটিআই পাবনার অভিযানে ২লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে ব্যাটারিচালিত ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু কুমারখালীতে বাড়িতে ঢুকে ৪জনকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট নওগাঁয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত মান্দায় সতীহাট বাজারের রাস্তার কাজ পরিদর্শন করলেন ইউএনও হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা তজুমদ্দিনে মাদকদ্রব্যসহ পাঁচজন আটক

নওগাঁয় যুবকের ঝুলন্ত ও বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ, নওগাঁ :
নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে খোরশেদ আলম (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। খোরশেদ মান্দা উপজেলার গনেশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। সোমবার (১১ জুলাই) আনুমানিক সকাল ৯ টার দিকে উপজেলার সতীহাট বাজারের পশ্চিম পার্শ্বে নিহতের বাড়ির অদূরে একটি ইউক্যালিপ্টাস গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়রা ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দিলে তাৎক্ষনিকভাবে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন অশান্তিকে কেন্দ্র করে গতকাল রাতে ও আজ সকালে তার বাবার সঙ্গে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। আজ সকালে গোসল করার জন্য বাড়ি থেকে লুঙ্গি নিয়ে বের হন তিনি। পরে সবার অজান্তে বাড়ির অদূরে ইউক্যালিপ্টাস গাছে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর দিকে মহাদেবপুরের বলিহার ব্রীজের পাশ্ববর্তী রাস্তার পাশে থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক ভাবে তারা নওহাটা ফাঁড়ি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মুহূর্তে এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা এসে তার মরদেহ সনাক্ত করেন।
মৃত ব্যক্তির নাম সুবল চন্দ্র রায় (৬৭)। সুবল নওগাঁ সদর উপজেলার হাট নওগাঁ গ্রামের মৃত নিতায় চন্দ্র রায়ের ছেলে। মৃত সুবলে ছেলে সমন রায় ও মানিক রায় জানান, আমার বাবা চাল ও আটার ডিলার ছিলেন। আমার বাবা পনের দিন আগে স্টোক করে তাকে চিকিৎসা করে সুস্থ করা হয়। এরপর তিনি গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোড়ে চা খেতে যায়। এরপর তিনি আর বাসায় যায়নি। এঘটনায় গত ৮ জুলাই নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করি। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, আজ সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com