বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় মহিলা দলের এক নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সে পাবনা সদর উপজেলার মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোছাঃ সুবর্ণা হালিম। সুবর্ণা হালিম পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সাধুপাড়া ঝুটপট্রির বাসিন্দা, তার স্বামী সাবেক যুবদল নেতা মৃত হারুন মোল্লা। ক্ষতিগ্রস্থ সুবর্ণা জানায়, সে তার বাড়িটি তালাবদ্ধ করে, এক আত্মিয়ের বাড়ি চট্রগ্রামে বেড়াতে যান। গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগতে রাতে স্থানীয়রা তাকে ফোন করে জানায়, তার বাড়িতে আগুন লেগেছে। এরপর স্থানীয়রা ও পরে ফায়ারসার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। বুধবার সকালে তিনি চট্রগ্রাম থেকে পাবনার উদ্যেশে রওনা হন। তিনি বাড়িতে এসে আগুনে পোড়া তার বাড়িটি দেখতে পান। এরপর তিনি পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি এ প্রতিবেদককে জানান, চট্রগ্রাম যাবার আগে তিনি বাড়ির বিদ্যুত লাইন বন্ধ করে, বাড়িটি তালাবদ্ধ করে চট্রগ্রামে যান। অগ্নিকান্ডে বাড়িটির বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে ফ্র্রিজ, টেলিভিশন, ঘরের ডেকোরেশনসহ নানান আসবাবপত্র। ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকার মত। এদিকে সুবর্ণা হালিম জানান, তিনি বিএনপি’র একজন নিবেদিত কর্মী। তিনি নিয়মিত মিছিল-মিটিংসহ নানা কর্মসুচীতে অংশ গ্রহন করেন। এদিকে আওয়ামীলীগ সরকার পতনের পর স্থানীয় অনেক আওয়ামীলীগ নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। এই কারনে প্রতিপক্ষরা ক্ষুদ্ধ হয়ে আগুন দিতে পারে। তবে বিদ্যুতের সট সার্কিটে আগুন লেগেছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, আমি চট্রগ্রামে যাবার সময় বাড়ির মেইন বিদ্যুতের সুইচ বন্ধ করে রেখে গিয়েছিলাম। সেখানে সর্ট সার্কিটের প্রশ্নই ওঠে না। তিনি আরো জানান, গত ৯জুলাই তার বাড়ির জানালা দিয়ে বিছানায় আগুন দেয় কে বা কারা। তখন তিনি বাড়িতে থাকায়, টের পেয়ে আগুন নিভিয়ে ফেলেন্ ২মাস পার না হতেই আবারো বাড়িতে অগ্নিসংযোগ করা হলো। তিনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে, তদন্তপুর্বক অপরাধিদের সনাক্তসহ গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় পাবনা সদর থানায় সুবর্ণা হালিম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।