মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা :
বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন পাবনার প্রবীন পরিবহন ব্যবসায়ী ও জেলা মোটর মালিক সমিতির সাবেকসহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল মান্নান (৯২)। সকালে নিজ বাস ভবন চত্বওে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন সদও উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমীদা আক্তার। বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা পৌরসভার মেয়র শরীফ প্রধান, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান হামিদ মাস্টার, ,ট্রাক, লরিকাভার্ড ভ্যান গ্রুপের সভাপতি শামসুর রহমান খান মানিক, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, খ ম হাসান কবির আরিফসহ বিশিষ্ট জনেরা। পরে জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় তাঁর নামাজে জানাজা। পওে তার মরদেহ দাফন করা হয় আরিফপুর সদর গোরস্থানে। মৃত্যু কালে তিনি স্ত্রী, সন্তান, নাতি নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।