বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান,পাবনা:
কোভিট -১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লক ডাউন পালন করছে বেড়া থানা পুলিশ। রোববার লক ডাউন চলাকালীন সময়ে পাবনার বেড়া থানা এলাকা পরিদর্শন করেন, পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বিপিএম।এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জিল্লুর রহমান ও বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বেড়ার সিএনবি মোড় এলাকা পরিদর্শন কালে সরকারি বিধি নিষেধ অমান্য করায় ও মাথায় হেলমেট না পরায় এক হোন্ডা আহরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার মাস্ক না পড়ায় এবং সিএনজি ও ইজিবাইক চালককে আটক করেন।বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, করোনা ভাইরাস সংক্রমণে সরকার ঘোষিত কঠোর লক ডাউন পালনে পুলিশ বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে।