বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রার্থী চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের ভোট না করায় মোটরসাইকেল প্রার্থী চেয়ারম্যান আব্দুল ওহাবের ভোট করায় তার সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দুইজন নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
গত বুধবার উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রাতীক পরাজিত হলে পরের দিন বৃহস্পতিবার (০৯ মে) রাত সাড়ে ১২টার সময় আনারস সমর্থকারী আলমগীর, দুলাল, আয়ুবসহ ২০থেকে ২৫জন দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে এসে সাতবাড়িয়া ভাটপাড়া হাসেমের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
সুজানগর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি জালাল উদ্দিন এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেছি সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে অভিয়োগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শুক্রবার বিকেলে বিজয়ী চেয়ারম্যান আব্দুল ওহাব ঘটনাস্থলে পরিদর্শন করছেন । তিনি সরকারের আইন সৃঙ্খলা বাহিনীর অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান এবং নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন।