বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
পাবনা সুজানগর থানা, পাবনার ধারাবাহিক অভিযানে ৯জন জুয়াড়ীকে জুয়া খেলার তাস এবং জুয়ার বোড হইতে নগদ ৫০৬০টাকা সহ গ্রেফতার।
পাবনা পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বিপিএম এর নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ১৮/০৭/২০২২ তারিখ সুজানগর থানাধীন পৌরসভাস্থ মাষ্টারপাড়া আনোয়ারের মোড়ে জনৈক মোঃ হান্নান পিতা-মৃত হামিদ এর বসত বাড়ি সংলগ্ন গভীর নলকূপ ঘরে ১৮.৪৫ ঘটিকায় অভিযান চালিয়ে ৯ জন জুয়াড়ীকে জুয়া খেলার ১৫৬ পিস তাস, ৫০৬০/- টাকা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
জুয়াড়ীড়া হলোঃ
১.মোঃ হযরত সরদার(২০), পিতা-মোঃ মানিক সরদার ২. সবুজ আহম্মেদ (২১), পিতা-মোঃ দারোগ শেখ ৩। মোঃ নয়ন প্রাং(২২), পিতা-মুকাই প্রাং ,৪। মোঃ পিন্টু (২১), পিতা-মোঃ মাহাতাব শেখ ৫। মোঃ মিঠুন মন্ডল (২৪), পিতা-মোঃ মুছা মন্ডল ৬। সাজাই শেখ(২৫), পিতা-মোঃ চাঁদু শেখ ৭। মোঃ শাহীন শেখ(২১), পিতা-মোঃ কাশেম শেখ ৮। মোঃ সজীব শেখ(২৬), পিতা-মোঃ আলম শেখ সর্বসাং সুজানগর মাস্টারপাড়া, থানা- সুজানগর, জেলা -পাবনা, ৯. মোঃ নয়ন খান(২৩), পিতা-মোঃ আলতাফ খান , গ্রাম- সুজানগর কালিবাড়ী, থানা- সুজানগর, জেলা -পাবনা, বাংলাদেশ ।
প্রকাশ্যে যে ১নং আসামী হয়রত এর বিরুদ্ধে নারী অপহরন সহ গর্ণধর্ষন মামলা, ৪নং আসামী পিন্টু এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এর মামলা সহ জুয়া মামলা, ৫নং আসামী মোঃ মিঠুন মন্ডল এর বিরুদ্ধে নারী অপহরন সহ গণধর্ষন এবং খুন মামলা এবং ৭নং আসামীর বিরুদ্ধে নারী অপহরন সহ গণধর্ষন মামলা রহিয়াছে।