শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান,পাবনা:
পৌর শহরের প্রধান সড়ক যানজটমুক্ত রাখতে পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা নিজেই প্রধান সড়কে তদারকি করছেন। বুধবার সকালে পাবনার সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা পৌর শহরের প্রধান সড়ক যানজটমুক্ত রাখতে নিজেই অটোরিকশা,ভ্যান, সিএনজির চালকদের সাথে কথা বলেন ও যানজটমুক্ত রাখতে পরামর্শ দেন।এ সময় তিনি জিরো পয়েন্ট মোড় থেকে হাসপাতাল গেট পর্যন্ত যানজটমুক্ত রাখতে একাধিক বার মতবিনিময় সভা ও আলোচনা করেছেন, প্রসাশনের কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতাদের সাথে। সেই সাথে পৌর শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।