মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সেলিম মোর্শেদ রানা, পাবনা :
এলাকার উন্নয়ন, পাবনাস্থ সুজানগর সকল সদশ্যকে বন্ধন করার লক্ষ নিয়ে গত কাল সন্ধায় আদর্শ মহিলা কলেজে পাবনাস্থ সুজানগর সমিতি গঠনের প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন শহীদ বুলবুল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহেজ উদ্দিন, প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিানে আরোও উপস্থিত ছিলেন আদশ্য মহিলা কলেজের অধ্যক্ষ কে,এম,আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান,মালিফা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ,কে,এম ফারুক, সাংবাদিক ও সহকারী অধ্যাপক (অবসর প্রাপ্ত) সাতবাড়িয়া ডিগ্রি কলেজ কৃষ্ণ ভৌমিক, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম আমিনূল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এ,কে,এম,মঞ্জুরুল হকসহ প্রায় শতাধিক সুজানগর উপজেলার বাসিন্দা পাবনাস্থ বসবাসকারি লোক। সভায় আগামী মাসের ১০ তারিখে আদর্শ মহিলা কলেজ পাবনায় সন্ধা ৭টায় পাবনাস্থ সুজানগরের সকল সদশ্যকে উপস্থিত থেকে সমিতি গঠনের সহযোগিতা করা ও সু-পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত থেকে স্বার্থক করার জন্য অনুরোধ করেছেন সভার নেতৃবর্গ। পবিত্র কোরাআন তেলাওয়াত দিয়ে সঞ্চালনা করেন পাবনা এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক নূরুল আলম বাচ্চু।