বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সেলিম মোর্শেদ রানা, পাবনা:
বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বানিজ্যিক সোনালী ব্যাংক লিমিটেড পাবনা জেলা শাখা কর্তৃক করোনাকালীন সময়ে জন্য জেলায় কর্মহীন হতদিরিদ্র চারশতাধিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন। আজ দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স হল রুমে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
পাবনা সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ মনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। এসময় জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে নিজ হাতে দরিদ্রদের মাঝে এই নগদ অর্থ তুলেদেন।
দেশব্যাপী চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে (সিএসআর) কার্যক্রমের আওতায় পাবনা সদরসহ জেলার ৯টি উপজেলায় তালিকা করে চারশতাধিক হতদরিদ্র কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, এসময় উপস্থিত ছিলেন।