রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
পাবনায় কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জেলা পুলিশের সচেতনতা মূলক আলোচনা সভা ও মাস্ক বিতরণ
পাবনা প্রতিনিধি:
করোনা ভাইরাস (কোভডি-১৯) সংক্রমণ রোধে মানুষের মাস্ক পরা নিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে ‘মাস্ক পরার অভ্যসে, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালনের অংশ হিসেবে সচেতনতা মূলক আলোচনা সভা ও মাস্ক বিতরণ করেছেন পাবনা জেলা পুলিশ।
আজ দুপুর সাড়ে ১২টায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগের অংশ হিসেবে পাবনা জেলার পুলিশের আয়োজনে ও পাবনা মটর মালিক গ্রুপ, জেলা ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় বাস টার্মিনালে উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, মটর মালিক গ্রুপ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি শামসুল আলম মানিক, সাধারন সম্পাদক রুহুল আমিন বিশ^াস রানা সহ আরো অনেকেই।
বক্তারা সকল মটর শ্রমিকদেরকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করণে আহ্বান জানান। সেই সাথে যাত্রীদেরকেও মাস্ক ব্যতিত গাড়িতে না তোলার নির্দেশ দেন। এসময় পাবনা মটর মালিক গ্রুপ, জেলা ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।