বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
পাবনা প্রতিনিধি :
পাবনায় যুবলীগ কর্মী তানভীর ইসলাম রনি হত্যাকান্ডের ঘটনায় আসামীদের দ্রæত গ্রেফতার, এর নির্দেশদাতা ও আশ্রয় প্রশ্রয়দাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সামবেশ করেছে এলাকাবাসী। আজ বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলটি রাধানগর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সামবেশে শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাজিদুল ইসলাম কালু, নিহতের মা জাহানারা পারভীন, নিহতের বড় ভাই জাহিদ হাসান রানাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সমাবেশে বক্তারা অবিলম্বে সকল আসামীকে গ্রেফতার করে, রনি হত্যাকান্ডের ঘটনায় নির্দেশ দাতা ও এর আশ্রয় প্রশয়দাতাদের চিহিৃত করে কঠিন শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সেই সাথে প্রধান অভিযুক্ত রনিসহ ৪টি হত্যাকান্ডের আসামী মিরাজুল ইসলাম ওরফে টোকাই মিরাজুলের আশ্রয়দাতাকেও আইনের আওতায় আনার আহবান জানান।