শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি :
অদ্য ০৮ এপ্রিল,২০২২ তারিখ ০৮.৩০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে “পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী রেলওয়ে জংশনের ৩নং প্লাটফর্মে টিনসেড ছাউনীর দক্ষিণ পাশের সর্বশেষ পিলারের আনুমানিক ৩ ফুট উত্তর পাশের্ প্লাটফর্মের উপর হইতে” অভিযান পরিচালনা করে শীর্ষ একজন মাদক ব্যবসায়ী মোঃ মেজর আলী (২৬), পিতা-মোঃ দুরুল হোদা, সাং-মোহরাপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ৪১২ (চারশত বার) গ্রাম হেরোইন, স্কুল ব্যাগ-১ টি, মোবাইল ফোন-১ টি, সীম-২ টি, নগদ-৪২০টাকা উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্বাক্ষরিত/–
কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার,র্যাব-১২, সিপিসি-২, পাবনা।