শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম আর রাসেল হোসাইন:
পাবনার ঈশ্বরদীতে রাতে বাবা মায়ের সাথেই ঘুমিয়ে ছিলেন সুরমীলা। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার গভীর রাতে কোন একসময় সাপ কামড় দেয় সুরমীলা খাতুন(৮)কে।হঠাৎ ঘুমের ঘরে শিশুটি বমি করলে বাবা শরীফুল ইসলাম ও মা ঝর্না খাতুন টের পায়। তখন তারা সাপটিকে দেখে মেরে ফেলে। রাত ২ টার দিকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সুরমীলা খাতুনের মৃত্যু হয়।সুরমীলা অরোনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। অরোনকোলা কামালের মোড়ের বাসিন্দা সুমাইয়া বাবা মায়ের একমাত্র সন্তান। শুক্রবার জুম্মার নামাজ পর জানাজা শেষে রেজাননগর কবরস্থান তাকে সমাহিত করা হয়। সুরমীলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।