সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
বেড়া, পাবনা প্রতিনিধি
আওয়ামীলীগ থেকে অনেকেই মনোনয়ন চেয়েছেন কিন্তুক মনোয়নন একজন পেয়েছেন নৌকা । বাকি সকল প্রার্থীগণ নৌকার বিপক্ষ নির্বাচন না করে দলের প্রার্থীকে সমর্থন করবে বলে আমি আশা করব বললেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু (এমপি) যারা আওয়ামী লীগের দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। তিনি আশার করেন শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাশীল হয় মনোনয়ন প্রত্যাহার করবেন । আর যারা দলের বাহিরে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে কিছু করার নেই নির্বাচন সুষ্ঠু হবে। নৌকার বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী , নৌকার বিজয় সুনিশ্চিত নৌকার বিজয় না হলে উন্নয়ন কাজ ব্যাহত হবে সংবাদ সম্মেলননে তিনি জানান এ সময উপস্থিত ছিলে বেড়া প্রেস ক্লাবের সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি আবদুল্লা আল মামুন, বেড়া প্রেস ক্লাবের সেক্রেটারি ও যায়যায় দিনের বেড়া উপজেলা প্রতিনিধি উজ্জল হোসাইন বেড়া প্রেস ক্লাবের সহ সভাপতি ওসমান গনি বেড়া প্রেস ক্লাবের কার্যকারি সদস্য ও বেড়া অগ্নি শিখার পাবনা প্রতিনিধি উমর ফারুক হোসেন বেড়া প্রেস ক্লাবের সদস্য মুরাদ হোসেন, বেড়া সদস্য রিদয় হোসেন ,সদস্য জিয়া সদস্য মুকুল হোসেন।