রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনটে, দুস্থ রোগী, করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চেক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন শেরপুর ধুনটের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিবার্হী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে, ইছামতী মিলনায়তনে এবং উপজেলা চত্ত্বরে এই চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম পি হাবিব বলেন – মানবতার মা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূর্যোগে দুর্ভোগে দুঃসময়ে বাংলার মানুষের পাশে ছায়া হয়ে আছেন এবং থাকবেন। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, আদিবাসি ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ক্যানসার,কিডনী,লিভার সিরোসিস ও ষ্ট্রোক জনিত ২১ টি রোগীকে প্রধানমন্ত্রীর উপহার ৫০ হাজার টাকা, বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারকে ৫ হাজার টাকা এবং করোনা ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ২ হাজার টাকার চেক বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম তালুকদার দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ প্রমুখ।