বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ অশালীন বক্তব্য দেওয়ায় রাজশাহী কোর্টে চাঁদ সহ ০৮ জনের নামে মানহানীর মামলা দায়ের করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ মানহানীর মামলা দায়ের করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি, সদস্য ও রাজশাহী জেলা দায়রা আদালতের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মাসুদ আহমদ, রাজশাহী বারের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।