বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ আমানুল্লাহ আমান,বগুড়া:
র্যাব-১২ বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ (২৯ জুন)
মঙ্গলবার সকাল ০৬:০০ ঘটিকার সময় প্রচুর বৃষ্টির মধ্যে শহরের মাটিডালী বিমান মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলো- নাটোর জেলার সিংড়া উপজেলার চাঁদপুর(কলম) এলাকার মৃত আঃ কাদেরের ছেলে মাহবুব আলম(২৮) এবং গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর এলাকার মইনুল ইসলামের ছেলে নাইম ইসলাম(২১)।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিডালী মোড় থেকে ১০ কেজি গাঁজা, তিনটি সীমকার্ডসহ মোবাইল এবং নগদ ১১ হাজার টাকাসহ মাহবুব ও নাইমকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।