বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

News Headline :
হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

বগুড়ায় সাংবাদিক নামধারী অপসাংবাদিকদের দৌরাত্ম্যে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,বগুড়া:
বগুড়া জেলার সর্বস্তরে অপসাংবাদিক সমাজে সর্বস্তরের পালাক্রমে ব্যাঙের ছাতার মতো বিশাল বংশ বিস্তারে দৌরাত্ম্যে দিন দিন বেড়েই চলেছে।সাংবাদিক নামধারী এ ধরনের অপসাংবাদিকদের মূল পেশাই অর্থ বানিজ্য বগুড়া জেলার বিভিন্ন জায়গায় অসংখ্য সাংবাদিক ও অপসাংবাদিকের প্রত্যেক থানা ও জেলা ভিত্তিক রয়েছে অসংখ্য ছোটবড় সাংবাদিক সংগঠন, ক্লাব, ইউনিয়ন এবং অফিস। অর্থাৎ বগুড়া জেলার মূল পেশাদার সাংবাদিকদের অন্তরালে ধরাছোঁয়ার বাইরে সাংবাদিক নামধারী অপসাংবাদিকরা বগুড়া জেলায় ধান্দাবাজী করে বেড়াচ্ছে । সাব-রেজিষ্টার, ভূমি অফিস, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল, বন বিভাগ, মিষ্টির কারখানা দোকান, বিভিন্ন বেকারী, আইসক্রিম কারখানা, ইটভাটা, জুয়ার আসর, গুড়, সন্দেশ, দই কারখানা, কয়েল কারখানা, বিভিন্ন বালুর পয়েন্ট, বাল্যবিবাহ, রাস্তার গাছ কর্তনের সময়সহ অন্যান্য অনেক প্রজেক্ট। সেই প্রজেক্টে দখলদারিত্ব করছে ভিজিটিংকার্ডে ওমুক ক্লাবের বালছিরু সভাপতি। তমুক সংগঠনের বালছিরু নেতা ধান্দাবাজীর কৌশলই এখন সংগঠন আর ক্লাব।বগুড়া জেলায় বর্তমানে সময়ে সাংবাদিক পরিচয়ে অপসাংবাদিকদের কাছ থেকে সুশীল সমাজের সাধারণ মানুষ সহ সবাইকে সাবধানের জন্য বগুড়ার মূল পেশাদার সাংবাদিক মহলের প্রতাশা এধরনের অপসাংবাদিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com