admin
- ৫ অক্টোবর, ২০২২ / ১৪৯ Time View
Reading Time: < 1 minute
সোহেল রানা, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলাকে আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে উপজেলার বিভিন্ন পাঠাগারে সোনালী ব্যাংকের পক্ষ থেকে বই বিতরণ করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও অধ্যক্ষ এল জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রভাষক মোঃ কামরুল হাসান, মাদ্রাসা সুপার বশির আহমেদ, প্রধান শিক্ষক শেখ সোহেল রানা প্রমূখ।