সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

News Headline :
হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাঘাতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬জন

Reading Time: < 1 minute

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধি।

রাজশাহীর বাঘায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬জন।

এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জন। এর মধ্যে গত শনিবার(১২-৬-২০২১) ১জন মারা গেছে। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সুত্রে জানা গেছে,গত বছরের ৬ এপ্রিল (২০২০) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার পরীক্ষা শুরু করে এ পর্যন্ত মোট ১ হাজার ৬১৬ জনকে পরীক্ষা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে এ বছরে ১জন ও গত বছর ৩ জনসহ মোট ৪জন মারা গেছে। গত বছরে যে তিন জন তারা হলেন, উপজেলার উত্তর গাওপাড়া গ্রামের আব্দুস সোবহান, পাকুড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আলীম উদ্দীন (৭০) ও মনিগ্রামের মৃত আমজাদ আলীর ছেলে শান্ত হাসান সেন্টু (৩৫)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাশেদ আহমেদ বলেন, তুলনামূলকভাবে বাঘাতেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আতংকিত না হয়ে,সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক পরিধান করতে হবে। প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে যাওয়া যাবেনা। তিনি বলেন,নতুন আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। আগের আক্রান্তরা সুস্থ হয়েছেন।

উল্লেখ‍্যঃ গত ৮ দিনে আক্রান্ত হয়েছে ৩৯ জন।গত ৮ দিনের পরিক্ষা ও আক্রান্ত যথাক্রমে, রোববার (১৩ জুন) ২৬ জনকে পরীক্ষা করে সনাক্ত হয়েছে ৬জনের। শনিবার (১২জুন) ৪৩ জনের পরীক্ষায় পজেটিভ ধরা পড়েছে ২ জনের, বৃহস্পতিবার (১০ জুন) ৫৫ জনকে পরীক্ষা করে সনাক্ত হয়েছে ৯জনের, বুধবার (৯জুন) ৩৪জনকে পরীক্ষা করে ৬জনের পজেটিভ, মঙ্গলবার (৮জুন) ২৭ জনের মধ্যে পজেটিভ ধরা পড়েছে ৯জনের, সোমবার (৭জুন) ৬জনের পরীক্ষায় ১জন ও রোববার (৬জুন) ১৪ জনের পরীক্ষায় ৬জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৪৬ জন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com