বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
ধুনটের (বগুড়া জেলার) নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের দক্ষিণ পাড়ায় ২৪ জুলাই দুপুরের পর আব্দুর রহিম (৬৫) নামের এক বৃদ্ধ কৃষক স্বামীর অন্ডকোষ চেপে ধরে হত্যার অভিযোগে তার স্ত্রী বিউটি (৪০) কে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। আব্দুর রহিম উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে।
ঘটনার বিবরণে নিহতের স্বজনেরা জানান, আব্দুর রহিমের প্রথম স্ত্রী রওশন আরা বিগত ৭ বছর আগে মারা যাওয়ার পর ৬ বছর আগে একই ইউনিয়নের শিয়ালী গ্রামের মৃত্যু হাফিজুর রহমানের মেয়ে বিউটি খাতুন কে দ্বিতীয় বিবাহ করেন। বিবাহের পর থেকে রহিমের সাথে বিউটির প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো এবং মাঝে মধ্যে বিউটি বৃদ্ধ স্বামী আব্দুর রহিমকে মারধরও করতো বলে স্বজনরা জানান।
জানা যায় বিউটি ও আব্দুর রহিমের সাথে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রায় ঝগড়া হতো। ঐদিন সকালে আব্দুর রহিম স্ত্রীকে ভাত রান্না করতে বলেন। কিন্তু সময়মতো ভাত রান্না করতে না পারায় তিনি স্ত্রীকে মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুন তার স্বামীর অণ্ডকোষ চেপে ধরে – ফলে রহিম মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে রহিমের আত্মীয়স্বজনরা ধারনা করেন। নিহতের প্রথম স্ত্রীর মেয়ে রোজিনা খাতুন জানান, বিউটি খাতুন আগেও বাবাকে হত্যাচেষ্টা করেন। তবে অভিযুক্ত বিউটি খাতুন জানান, আমি হত্যা করিনি। আমাকে মারধরের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এসময় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুনকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালায় বলেও বিউটি অভিযোগ করেন।
খবর পেয়ে ধুনট থানার এসআই মোঃ আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিউটিকে আটক করে এবং আব্দুর রহিমের লাশ উদ্ধার করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, স্বামীর অন্ডোকোষ চেপে আঘাত করে হত্যার অভিযোগে বিউটিকে গ্রেফতার করা হয়েছে এবং আব্দুর রহিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর প্রকৃত রহস্য। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।