admin
- ১৩ অক্টোবর, ২০২২ / ১৩৯ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে এস.এ পরিবহনের গাড়ীতে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লুঙ্গী, চীবর, বৌদ্ধ মূর্তি ও বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। এসময় এস.এ পরিবহনের ম্যানেজারসহ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে যৌথবাহিনী। বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের নারিকেল বাগান এলাকার এস.এ পরিবহনের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলা প্রশাসন। খাগড়াছড়ি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম জানান, দীর্ঘদিন যাবৎ এস. এ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে একটি চক্র ভারত হতে অবৈধভাবে সীমান্ত পথে আনা মালামাল পাচার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১হাজার ১১০পিস ভারতীয় শাড়ি, ৩৪সেট ভারতীয় চীবর, ৮৩৮বক্স বিদেশী সিগারেট ও ২০০পিস লুঙ্গী, ১০টি পিতলের তৈরী বৌদ্ধমূর্তি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১০লাখ টাকার বেশী বলে জানিয়েছেন তিনি।এ সময় সন্দেহজনক আসামী হিসেবে আটক করা হয়েছে এস.এ পরিবহননের ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে। আটককৃতরা হলেন, এস.এ পরিবহন খাগড়াছড়ি কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমজাদ হোসেন, পার্সেল সহকারী বাদল হোসেন ও ঝন্টু সিংহ। অভিযানে ৩২বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের নায়ক সুবেদার সফিকুল ইসলামসহ খাগড়াছড়ি সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।