বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মজিবুল হক লাজুক:
পাবনার সাঁথিয়া উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে সুনামের সাথে তার অফিস পরিচালনা করছে। আমরা সাংবাদিকরা যতদিন গিয়েছি তার অফিসে ততদিনই তিনি অফিসে উপস্থিত ছিলেন। তিনি অতি নিষ্ঠা ও দায়িত্বর সাথে নিজের অফিসের সকল কর্মকান্ড সুন্দর ভাবে পালন করেন। তার কর্মটি এতই গুরুত্বপূর্ণ বহন করে যাহা যে কোন অফিসের চাইতে বেশি স্পর্শকাতর। তার একটি সাক্ষরের জন্য একজন গরীব মানুষের দুই বিঘা সম্পত্তি আত্মসাত হতে পারে। তিনি প্রতিদিন সময়মত অফিসে আসেন এবং তার অধিনস্থ সকল কর্মচারীদের সজাগ থাকতে বলেন এবং কাজে মনযোগ দেওয়ার উপদেশ দেন। এ পর্যন্ত তিনি তার অধিনস্থ কোন কর্মচারীর সাথে অসৌজন্য মূলক আচরণ করেননি আমরা তদন্ত করতে গেলে আমাদের কাছে তার অধিনস্থ কর্মচারীরা জানিয়েছে। জানা গেছে, একটি মহল তাদের বড় অঙ্কের স্বার্থ উদ্ধার করতে গিয়ে এ্যাসিলেন্ডের বাধার মুখে পড়েন। সেটি হলো ৫২ বিঘা খাস সম্পত্তি কয়েকজন ভাগ বাটোয়ারা করে এ্যাসিলেন্ডের কাছে ফাইল পাঠিয়ে সাক্ষর করতে বলেছিলো। এ্যাসিলেন্ড যাচাই বাছাই করে দেখেন একটি চক্র জমিটি তাদের নামে ভুয়াভাবে কাগজপত্র করে আত্মসাত করতে চেয়েছিলো। কিন্তু নীতির দিকে অটল থেকে সাঁথিয়া এ্যাসিলেন্ড মোঃ মরিরুজ্জামান সাহসিকতার ভূমিকা রেখে ওই কুচক্রি মহলের ষড়যন্ত্রে পা না দিয়ে সরকারী সম্পত্তি রক্ষা করেছে যা নজিরবিহীন ঘটনা। এ সব হিন কর্মকান্ডের সাথে জড়িত থেকে এ্যাসিলেন্ডকে সাক্ষর করার জোরপূর্বক নির্দেশ দেন জামাত শিবিরের আন্ডারগ্রাউন্ডের রগকাটা কর্মী কামরুল। আপনি সাক্ষর না করলে আপনাকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেন শিবির সমর্থীত নজরুল ইসলাম বাঁধন। এদিকে তারা কতবড় কুকর্ম করতে চাচ্ছিলেন পাঠকরা জানুন, তারা কোথা থেকে একটি পুরাতন ময়লাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্ঠার একটি ময়লার ভাগারে ফেলে রেখে সেই ছবি ক্যামেরাবন্ধী করেন । সেই ছবি দিয়ে পত্রিকার মালিককে ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাগারে ফেলেছেন সাঁথিয়া এ্যাসিলেন্ড এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেন যাহা সম্পূর্ণ স্বার্থসিদ্ধী ও চরিতার্থ করার জন্য। কিন্তু আমরা সরেজমিন গিয়ে দেখেছি , এ্যাসিলেন্ড অফিসের সামনে বা আশেপাশে কোন ময়লা ভাঘার নাই। এ সংবাদটি আদো সঠিক নয় বলে সাঁথিয়ার অভিজ্ঞ মহল দাবি করেন। সেইসাথে এ সকল ভূমিখেকো সরকারি সম্পদ লুন্ঠনকারি ও ভূমিলুটেরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছে এলাকার সুধিমহল।