শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
আল এহসান হক মাসুক, পাবনা:
পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের পাশে অবস্থিত মওলানা কসিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঝে একটি অকেজ গুদামের কারনে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শ্রেণীকক্ষ ও বাথরুম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করতে পারছেনা বিদ্যালয় কর্তৃপক্ষ। আর এতে করে প্রতিনিয়ত স্কুলে আসা মেয়ে শিক্ষার্থীরা প্রসাব পায়খানা করতে অসুবিধায় পড়তে হচ্ছে। যার ফলশ্রæতিতে মেয়েরা নিরুপায় হয়ে বিদ্যালয়ের তৈরি করা অর্ধেক বাথরুমে প্রসাব পায়কানা করা সহ দৈনদিন প্রয়োজনীয়তা দূর করছে। কিন্তু এতে করে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা মিলছে। অনেক অভিভাবক এ কারনে নিজেদের মেয়েদের অসুবিধার কারণে বিদ্যালয় থেকে তাদের মেয়েদের নিয়ে গিয়ে অনত্র ভর্তি করাচ্ছে। অথচ এ বিদ্যালয়টি স্থাপিত হয় দেশ স্বাধীন হওয়ার অনেক আগে। বর্তমানে বিদ্যালয়টিতে এলাকার অনকে গরীব দুঃস্থ পরিবারের সন্তান পড়াশুনা করে। এতো পুরাতন এবং সুুনামধন্য একটি স্কুল হওয়া সত্তে¡ও এখনও বিদ্যালয়টিতে জায়গার সংকট রয়েছে এরশাদ সরকারের আমলে তৈরি করা খাদ্য গুদামের কারণে। যে গুদাম ঘড়টি আজ অবদি ব্যবহার না হওয়ায় গুদামটি এখন অকেজ গুদাম হয়ে গিয়েছে। আর এই অকেজ গুদামের কারণে একদিকে সরকারের বা জনগণের কোন উপকারে আসছেনা অপরদিকে বিদ্যালয়ের মূল্যবান জায়গা দখল করে থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাঠদান করাতে হিসসিম খাচ্ছে। গুদাম ঘড়টি বিদ্যালয়ের অনেক জায়গা দখল করে থাকায় বিদ্যালয়টি খেলার মাঠ , আরো নতুন বিল্ডিং ভবন ও মেয়েদের জন্য বাথরুমসহ গরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করতে পারছেনা। এতে করে প্রতিনিয়ত শিক্ষার্থীরা খেলাধুলা করা , আরাম আয়েছে শ্রেণীকক্ষে পাঠদান ও মেয়ে শিক্ষার্থীরা দৈনদিন প্রসাব পায়খানা করতে পারছেনা বাথরুম না থাকায়। সেই সাথে বিদ্যালয় কর্তৃপক্ষ অনেক সময় শ্রেণীকক্ষ কম থাকায় পাঠদান করাতেও অনেক সমস্যার সম্মুখিন হচ্ছে শুধুমাত্র একটি অকেজ গুদাম ঘড়ের জন্য। এ যেন নিজের জায়গাতে নিজেরাই বসবাস করতে হিমসিম খাচ্ছে মওলানা কসিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ এই গুদামটি যদি ভেঙ্গে ফেলা অথবা সড়িয়ে দেওয়া হতো তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক উপকার হতো। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় , যে আমরা এর আগে অনেকবার এই গুদাম ঘড়টিকে এখান থেকে সড়িয়ে ফেলার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষকের কাছে চিঠি বা মৌখিকভাবে জানিয়েছি শিক্ষার্থীদের সুবিদার্থে। কিন্তু প্রতিবারই আশার কথা শুনেছি কিন্তু এখনও অবদি আমাদের সম্যাটি সমাধান পায়নি। তাই আমরা জেলা প্রশাসক ও মাননীয় সদর আসনের এমপি মহোদয়ের কাছে জোর দাবি জানাই যে আমাদের এই মওলানা কসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এই সমস্যাটি সুদৃষ্টি দিয়ে দেখে অতি দ্রæত এই অকেজ গুদামটি সড়িয়ে ফেলা হোক। তাহলে আমরা আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আরো নতুন নতুন সুযোগ সুবিধা তৈরি করাসহ সহ অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা তৈরি করতে পারবো। আর এতে করে মওলানা কসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরো সুন্দর ও সৃশৃঙ্খল করতে পারবো আগামীতে বলে আমার আশাবাদী।