সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে কাঁঠাল উৎপাদনের আধুনিক কলা-কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফল বিভাগ উদ্যানতত্ব গবেষনা কেন্দ্র বি.এ.আর.আই. গাজিপুর এবং সরেজমিন গবেষনা বিভাগ টাঙ্গাইল এর আয়োজনে মধুপুর কৃষি সম্পসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি ফাউন্ডেশনের অর্থায়নে সোমবার (৬ জুন)দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সরেজমিন গবেষনা বিভাগ বি.এ.আর.আই. টাঙ্গাইল এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আঃ হেলিম খান। কৃষি প্রশিক্ষনে মূল বক্তব্য রাখেন, গাজিপুর শাখার ফল বিভাগ উদ্যাণতত্ত্ব গবে ষনা কেন্দ্র প্রকল্পের প্রধান গবেষক ড. মো জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফল বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, গবেষনা বিভাগ সরেজমিন বি.এ.আর.আই. এর বৈজ্ঞানিক কর্মকর্তা সমরেশ রায় প্রমুখ। প্রশিক্ষনে বারি উৎপাদিত কাঠালের ০৪টি জাতের সম্প্রসারণের উদ্যেশ্যে ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং তাদের বসত ভিটায় বারি উদ্ভাবিত জাতের কাঠালের চারা দিয়ে বাগান করার বিষয়ে উৎপাদন প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উন্নত জাতের এ কাঠালের চারা উৎপাদনের জন্য তাদেরকে গ্রাফটিং পদ্ধতি দ।শেখানো হয়। যাতে তারা পরবর্তীতে উন্নতমানের এ সকল জাতের চারা তৈরি করতে পারে। প্রকল্পের মাধ্যমে বারি উদ্ভাবিত কাঠালের জাতগুলো বিস্তার লাভ করলে দেশে সমগুন সম্পূর্ণ কাঠাল অধিক পরিমানে পাওয়া যাবে এবং প্রয়োজন অনুযায়ী শিল্প কারখানায় কাঁচামাল সরবরাহ সহজ হবে। উচ্চ গুন সম্পন্ন কাঠালগুলো দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে । এসব গুরুত্বপুর্ণ দিক তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।