বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হাতিমুড়া এলাকায় ২মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান(১৮) নামে একজন মারা গেছে।
শনিবার (২৩ জুলাই) বিকেল ৬টার দিকে মানিকছড়িতে আসার পথে হাতিমুড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত তারেক রহমান গুইমারার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেনের বড় ছেলে বলে জানা গেছে। তাকে গুরুত্বর অবস্থায় মানিকছড়ি উপজেলা হাসপাতাল আনা হলে কর্তব্যরত চিকিৎসক মুত্যু ঘোষণা করেন। এই ঘটনায় আরো ২জন গুরুত্বর আহত অবস্থায় মানিকছড়ি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহনুর আলম, ঘটনার সত্যতা শিকার করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।