বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনটে, “মাল্টায় কপাল পাল্টায় ” বললেন জহুরুল ইসলাম। ধুনট পৌরসভার আটনং ওয়ার্ডের জিঞ্জির তলা মৃত হাফেজ শেখ এর ছেলে। তিনি দুই বিঘা জমিতে বারি এক জাতের মাল্টা চাষ করছেন। বছরে একবার ফলন হলেও প্রতি গাছ থেকে দুই মণের মত মাল্টা পাওয়া যায়। তিন বছর বয়স থেকে মাল্টা গাছে মাল্টা ধরতে শুরু করে, যদিও এবার দুই বছর বয়সে তার গাছে মাল্টা ধরে প্রতি গাছে পনের কেজি ফলন হয়েছে। প্রতি কেজি মাল্টা আশি টাকায় বিক্রি করেছেন। জহুরুল ইসলাম বলেন অন্যান্য ফসলের তুলনায় মাল্টা চাষ সহজলভ্য ও পরিশ্রম কম, লাভজনক। তিনি শিক্ষিত হওয়া সত্বেও চাকুরির পেছনে না ঘুরে মাল্টা চাষে তার কপাল পরিবর্তন করতে পারবে বলে আশাবাদি। তিনি দেশের সকল শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্য বলেন, চাকুরির পেছনে না ঘুরে বাড়ির আশপাশের পরিত্যক্ত অনাবাদি পরে থকা জমি কাজে লাগিয়ে সফলভাবে ভাগ্য পরিবর্তন করতে পারবেন।