শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুর জেলার প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারসমূহের লাইসেন্স ও পরিচালনা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা সকল ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের পরিচালকদের নিয়ে মতবিনিময় সভায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শামিম আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম,রংপুর জেলা পুলিশেন সহকারি পুলিশ সুপার আনোয়ার, রংপুর মেট্রোপলিটন পলিশের সিঃ সহকারি পুলিশ কমিশনার আরিফুজ্জামান, রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারি কমিশনার জান্নাত, রংপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আফসানা পারভীন, রংপুর ক্লিনিক ও ডায়াগনিস্টিক মালিক সমিতির সহ-সভাপতি পার্থ বোস, ডাঃ মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধার আকবর হোসেন, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু প্রমুখ। এসময় নগরীসহ জেলার প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারসমূহের মালিক সমিতির নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।