শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরে দিনব্যাপী ফুড ফেয়ার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। স্নেহা নার্সিং কলেজের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে ফুড ফেয়ারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম। কলেজ অধ্যক্ষ মাজেদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্মার্ট লিভিং কলেজের অধ্যক্ষ খালেদা বানু, রংপুর মেডিক্যাল কলেজের প্রাক্তন পরিচালক ডাঃ সাইদুর রহমান, সেবা তত্ত¡াবধাক মোসলেমা খাতুন, রংপুর নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, রোটারি ক্লাব অফ পায়রাবন্দ প্রেসিডেন্ট নাফিসা সুলতানা, স্নেহা নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মানিক সাহা। শত প্রকারের পিঠা ও জুসসহ নানা খাবারের প্রসরা নিয়ে দিনব্যাপী আয়োজিত ফুড ফেয়ারে বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।