শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রেহেনা (৪২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে নগরীর কাটাখালি থানা পুলিশ।
রোববার (২৬ জুন) দিবাগত রাত ৯টায় নগরীর উপকন্ঠ কাটাখালি থানার টাংগণ প্রাইমারী স্কুলের পাশে খদ্দেরের কাছে ফেনসিডিল বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নারী মাদক কারবারি রেহেনা ওই এলাকার মৃত জিয়ারুলের স্ত্রী।
একই রাতে অপর এক অভিযানে মোঃ সাজ্জাদ (৪০) নামের এক কুখ্যাত গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের মূল হোতা। তার নামে কাটাখালি থানায় একাধিক চুরির মামলা রয়েছে। গ্রেফতার চোর সাজ্জাদ কাটাখালি থানার এমাদপুর গ্রামের সাদেকের ছেলে।
জানতে চাইলে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান জানান, রোববার (২৬ জুন) দিবাগত রাত ৯টা থেকে ১১টার মধ্যে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ রেহেনা নামের এক চিহিৃত নারী মাদক কারবারি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতাক আসামী সাজ্জাদ নামের এক আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের মুলহোতাকে গ্রেফতার করেছে এসআই নুর মোঃ, এসআই আসাদ, এএসআই চঞ্চল ও সঙ্গীয় ফোর্স। গ্রফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে পৃথক অভিযানে, রাজশাহী মহানগরীতে ৭ লক্ষ টাকা মূল্যের ২৮৫০ পিস ট্যাপেন্টাডল, ৬০০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ রুবেল (৩১) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জুন) রাত সাড়ে ১১টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ রুবেল মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বসড়ি হাডুপুরের মোঃ রফিকুল ইসলামের ছেলে। সোমবার (২৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, রোববার (২৬ জুন) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া চালনা সাকো তিন রাস্তার মোড় দিয়ে জনৈক ব্যক্তি মাদকদ্রব্য-সহ রাজশাহী শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় সেখানে অভিযান চালিয়ে তাকে মাদক কারবারী মোঃ রুবেলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ লক্ষ টাকা মূল্যের ২৮৫০ পিস ট্যাপেন্টাডল, ৬০০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও তার দল।
জিজ্ঞাসাবাদে সে জানায়, মাদকদ্রব্য গুলি বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী শহরে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।