সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে ৩০০ গ্রাম হেরোইনসহ মোঃ মাসুদ মন্ডল (২০) নামের এক মাদক কারাবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। রোববার (১২ জুন) রাত সাড়ে ১০টায় জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ মাসুদ মন্ডল বাঘা থানার বামনডাঙ্গা গ্রামের -মোঃ মাতু থান্দারের ছেলে ।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। র্যাব জানায়, রোববার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী টু বাঘাগামী রাজা বাদশা নামের একটি বাসে যাত্রী বেশে মাদকদ্রব্য হেরোইন নিয়ে চারঘাট হতে বাঘার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মীরগঞ্জ মোড়ে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে রাজা বাদশা নামের বাসটিকে সংকেত দিয়ে থামানো হয় (ঢাকা মেট্রো-ব-১১-১৭৪৩) এ সময় মাদক কারবারি বাসের পিছনের দিকের জানালা খুলে পালানোর চেষ্টাকালে তাকে বাসের ভিতরেই গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ব্যাগের ভেতর থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।