বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর চারঘাটে আব্দুল মান্নান (৬০) নামের এক গ্রাম্য চিকিৎসককে গলা কেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান চারঘাট থানার কানজগাড়ি গ্রামের বাসিন্দা।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, হত্যাকা-ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের বরার দিয়ে ওসি জানান, মাঝে মধ্যে তার বাগানের কলা চুরি হচ্ছিলো। সন্ধ্যার তিনি বাড়ির পাশে কলা বাগানে যান। দীর্ঘ সময় না আসায় বাড়ির লোকজন কলাবাগানে গিয়ে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।