বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে স্ত্রীর উপর অভিমান করে মোঃ ইসমাইল বয়স (২৩) নামে এক স্বামী আত্মহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সকাল সাড়ে ৯টার দিকে নিজ শয়ন কক্ষে ঘরের টিনের বাঁশের সাথে গানছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।
মৃত ইসমাইল মহানগরীর চন্দ্রিমা থানাধিন পবা নতুন পাড়া এলাকার মো. শহিদুলের ছেলে।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে গত প্রায় ১মাস আগে ইসমাইলের স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে স্ত্রীকে বুঝিয়ে নিজ বাড়িতে আনার জন্য প্রায়ই শ^শুর বাড়িতে যায় ইসমাইল।
গতকাল বৃহস্পতিবারও স্ত্রীকে আনার জন্য গিয়েছিলো সে। কিন্তু স্ত্রীকে আনতে ব্যর্থ হয় ইসমাইল। পরে সকাল সাড়ে ৯টার দিকে সকলের অগচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন জানান, পবা নতুন পাড়া এলাকার নিজ বাড়ি থেকে ইসমাইল নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
এ ব্যপারে চন্দ্রিমা থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।